বালির বাঁধ
রণজিৎ মাইতি
-------------
ধনী তুমি কাকে বলো,যার অনেক আছে?
হাতি শালে হাতি,আর ঘোড়া শালে ঘোড়া;
প্রাচুর্যের অহঙ্কারে যার পা মাটিতে পড়েনা?

এমন মানুষও দেখি যার সব থেকে তবু অসহায়;
যার কিছুই নেই তার কাছে বারবার হাত পাততে হয়

আসলে বালির বাঁধের উপর
মানুষ দাঁড়িয়ে রয়েছে;
যে কোনো সময় ধসে যেতে পারে মানুষের বিত্তগর্বী পা

হয়তো যার কিছুই নেই তার কাছে ভালোবাসা আছে;
যার সব আছে তার কাছে ভালোবাসা নেই!