বদ হাওয়া (লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
হাওয়া একটা বইছে বটে নয় সে হাওয়া মৌসুমী
বদ হাওয়াতে মানুষ মুখর বাড়ছে কেবল দুষ্টুমি
তবুও বলি মন্দ সে নয়
হচ্ছে হোক দেশ নয়ছয়
মাতাল হাওয়ায় সব তছনছ চলতে থাকুক নষ্টামি ।।