অতল
রণজিৎ মাইতি
-------------
তুমি বলেছিলে এখনই সময়...
সময় মেপে নেওয়ার।
আমি বলেছিলাম বরং আসুন,সময়ের আয়নায় নিজেকেই মাপি।
তুমি বলেছিলে পরিমাপের একক হোক জাড্যতা;
আমি বলেছিলাম নাব্যতা।
ভাবনা বিপ্রতীপ হলেও
হাওয়া কিন্তু ছুটতে ভালোবাসে;
তলিয়ে যাওয়া গল্পের অতলের মাঝে।
কারণ তল অতল তলাতল রসাতলের নিচে
আত্মহনন ছাড়া আর কোনো তল নেই;
যে তোমাকে সন্ধান দেবে সময়ের!
উড়ন্ত বলাকার স্বপ্নিল ডানায় জমে থাকা শুভ্র তুষারের মতো।