আসুন ফুল ফোটাই(22-04-2020)
রণজিৎ মাইতি
-------------
আসলে আমরা বড়োই বাহানা প্রিয়;
যেকোনো কাজের আগেই ছল-ছুতো খুঁজি।
দেখুন যারা এতোদিন বলতো,---
কাজের চাপে ফুল ফোটাতে পারিনা বাগানে,
এখন বলছে সংকর্ষণ কোথায়!
মানুষে-মানুষে,
মানুষে-পশুতে,
প্রকৃতি-মানুষে?
চারপাশে এতো মৃত্যু মিছিল!
সৃষ্টিও অনাসৃষ্টির রাজ্যে ঢুকে গেছে।
আচ্ছা,বেঁচে থাকাটাই কি নয় সবচেয়ে বড়ো সংকর্ষণ?
খাঁচার পাখিও মুক্তির আশায় তার কেটে নীলাকাশে উড়ে যেতে চায়।
আসুন,আমরাও ফুল ফোটাই কাননে
যে যেখানে,যেভাবে পারি রূপে রসে রঙে ভরিয়ে তুলি বিষন্ন সকাল
দুপুর
গোধূলি
গোময় গমাই দেওয়া নিকানো উঠোনে
আজও অন্তর্দৃষ্টির সামনে 'গোবি-সাহারা' নামে কোথাও কোনও ভূখণ্ডই নেই;
'থর'ও কাঁপে থরথর মানুষের শুভ দৃষ্টির সামনে।