আসুন ঝড় সামলাই
রণজিৎ মাইতি
-------------
না,এসব নিয়ে নতুন কিছুই বলার নেই;
আবহাওয়া দপ্তর অনেক আগেই জানান দিয়েছে।
বরং আসুন ঝড় সামলাই,বজ্রগর্ভ মেঘ ও বানভাসি বৃষ্টি;
রুখে দিই রক্তগঙ্গা 'দ্যা ওয়াল' রূপে।
দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার আগে জেনে নিই ঝড়ের উৎস।;
এপিসেন্টার থেকে কতোদূরে পৌষালী রোদ।
কলিঙ্গের অশোক থেকে কতোদূরে আজও ধর্মাশোক,
ভারতআত্মা,জনগণমন।