আসমান-জমিন(02-05-2020)
রণজিৎ মাইতি
-------------
কথা বলা শুরু হোক সম্পূর্ণ অন্তিম থেকেই
চড়াই উতরাই পথে এই অন্তহীন পথচলা কতোটা মসৃণ
এখানে 'একক' অর্থ শুরু থেকে শেষ,মানুষে মানুষে যা সম্পূর্ণ মৌলিক

অবশ্য শেষ মানে শেষ নয়,কিছু শেষ শুরুর সূচক
বরং বুঝে নিই কিভাবে ফুটে ওঠে অভিজ্ঞতার চূড়ায় প্রতিবাদী ফুল
জবাকুসুম সঙ্কাসং,ঠিক অস্তগামী সূর্য যেমন লাল টকটকে
কিভাবে শরীর বিচ্ছিন্ন হয়ে হৃদয় আলাদা
কিভাবে শিরদাঁড়া নুব্জ হতে হতে ধুলোকেই করে আলিঙ্গন
কিভাবে মুখোশের আদল নেয় রূপমুগ্ধ মুখ

তাই শুরুকে স্বাগত জানাতে গিয়ে সার্চলাইট ফেলি পুনরায় শেষের শেষে
হাঁপধরা পাটাতনে গর্জনতেলের প্রলেপ কতোটা জেল্লা ফেরায়
কলি ফেরানোর আগে দেওয়ালেও ঘষামাজা দরকার পড়ে
যদিও সেখানেই পুনঃপুনিকতা দোষে দুষ্ট আমাদের আসমান-জমিন!

#####
কবিতাটি প্রিয় কবি শরীফ আহমাদের কবিতার মন্তব্যে লেখা । তাই কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম ।