আসমান জমিন (11-05-2020)
রণজিৎ মাইতি
-------------
আড়মোড়া ভাঙতে দেখে ভেবেছিলাম এবার ঠিকই জেগে ওঠবে পাখিটা,
না,এখনও দিচ্ছে লম্বা ঘুম !
কুম্ভকর্ণ সেদিক দিয়ে নিশ্চিত ভরসার জায়গা
ছয় মাস মহাকালের নিরিখে তেমন কিছুই নয়
আসলে সমস্যা সেখানেই
যেখানে বাস্তব পরাস্ত করে ভাবনাকে
যেমন মন সম্পর্কে যেকোনো ভাবনা ওই পাখিটির মতো
এলোমেলো করে দেয় যেকোনো অঙ্ক
এই তো আমার ভাবনার লাউডগা তোমাকে বিশ্বাস করে একা একা লতিয়েছে উঠোনে মাচায়
অথচ তোমার দেওয়া কথা আজও দুই দুইয়ে চার হয়নি
হয়তো পাখি হওয়া যতো সোজা,কুম্ভকর্ণ হওয়া ততো সোজা নয়!
তাই ভাবনা ও বাস্তব চিরকালই আসমান-জমিন