অসম্পূর্ণ
রণজিৎ মাইতি
-------------
মাঝে মাঝে মনে হয় পুরনো দুখের সাথে কথা বলি;
তার সাথে গভীর প্রেমের কথা বলি কানে কানে।

কিন্তু মানুষের স্মৃতি শক্তি বড়োই দুর্বল!

দুখের সাথে কথা বলার কথা মনে এলে
দুঃখ নিজেই প্রজাপতির মতো রংবেরঙের ডানা মেলে-
উড়ে যায় অনন্ত অসীমে।

দুঃখকে ছুঁতে চাই,
কিন্তু দুঃখ আমায় স্পর্শ দেয়না।
সমৃদ্ধ সেসব কথার অভাবে আমি চিরকাল অসম্পূর্ণ থেকে যাই।