আসল ঢেউ (লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
স্বপ্ন দেখে ভাবেন রাজা ফকির কানাই সাউ
সর্বনাশের শুরু সেটাই বোঝানোর নেই কেউ
শেষ সম্বল বিক্রি করে
মহারাজার মতো ঘোরে
ঘুম ভাঙলে বুঝতে পারে কোনটা আসল ঢেউ।।