অরূপ ও বিষ্ময়
রণজিৎ মাইতি
-------------
তুমি কোথায় সবচেয়ে বেশি বিষ্ময় প্রকাশ করো আকুল?
তুষারাবৃত পাহাড়ে,
গর্ভিনী সবুজ শস্যখেতে,
মহাশূন্যে,
নাকি নির্ঝরের কাছে?

আমি নিশুতি রাতে উত্তাল মহাসাগরে সাঁতার কেটেছি,
দেখেছি রুপোলি জোৎস্না এখানে এসে কিভাবে সাগরনীল হয়ে যায়।
এমনকি ভোরের শিশিরেও দেখেছি সূর্যের বিম্বিত তনুমন,
কিন্তু তেমন অবাক আমি কখনও হইনি।

তবে নাচার ঈশ্বরেকে দেখে সবচেয়ে বিষ্মিত হয়েছি;
কারণ যে মেয়েটি অনাদিকাল অববাহিকা দিয়ে হেঁটে যায়
তারই হৃদয়ে ঢেলে দিয়েছেন পৃথিবীর সকল অরূপ!