অর্জন (05-07-2020)
রণজিৎ মাইতি
-------------
অর্জন বিষয়ে তোমার ভাবনার সাথে একবিন্দুতে আসতে পারিনি;
সুদৃশ্য বোতলে দামী আতর ভরে ভাবছো স্থাবর!
সেরা আতরগন্ধীও কি ঝরে না কালের গহ্বরে?
যেমন সূর্যের উদয়ও অস্তের দিকনির্দেশক !
আঁধারের ভয়ে গোধূলির আগেই শুরু হয়ে যায় তার লাবডুব!
বরং মোহ নাও,মোক্ষ দাও;
দাও মুক্তি ও সনাতন ত্যাগের শিক্ষা।
বলো,কর্পূরের মতো উদ্বায়ী জীবন কে কবে চেয়েছে?