এপ্রিলফুল(07-04-21)
রণজিৎ মাইতি
-------------
প্রণাম কোথায় জানাবো?
কাহাকে বলবো বলো বিনয়াবনত?জলে,স্থলে,কূলে ও অকূলে যেদিকে তাকাই মানুষের মতো কিছু অবয়ব।
ঈশ্বরের রূপে অনিশ্বর।

আকাশের গায়ে বোদ মিউকাস।
বাতাসের গায়ে জটিলা কুটিলা
তবু কিছু কিছু অন্তরিক্ষে প্রশান্ত মহাসাগর হয়তোবা আছে।
কিংবা বয়ে যায় আদিগঙ্গা পাঞ্চজন্যের আশায় আশায়।

সেখানে কি জানাতে পারি সাষ্টাঙ্গে প্রণাম?বহুরূপী ও অন্তর্যামীর আসমান-জমিন ফারাকও দেখিনা বহুদিন!
তবে কাহাকে বলবো বলো কুসুম কুসুম?
ফুল ভালোবাসতে গিয়ে প্রতিনিয়ত হই এপ্রিলফুল!