আফিং(24-10-21)
রণজিৎ মাইতি
--------------------
কিছু কিছু কথা অক্ষরে অক্ষরে সত্যি;
তেমনি কিছু কিছু সম্পর্ক
যেমন মৃত্যু ও পিপীলিকার ডানা।

আফিং সেবনের অনিবার্য পরিণতিও প্রাণঘাতী নেশা;
তবুও মায়াবী ডানার মোহে বিষ পান করে কিছু ধর্ম আহম্মক!
ছুঁড়ে ফেলে প্রকৃত ধার্মিক,
একদা যারা ডাক দিয়ে ছিলো 'দুনিয়ার মজদুর এক হও।'