অপরিহার্য (09-09-2019)
রণজিৎ মাইতি
---------------------
মরসুমি বৃষ্টি উপেক্ষা করে
বুলবুলিটি খাচ্ছে পাকা তেলাকুচো

কে বড়ো ?
মৃত্যু ভয় নাকি ক্ষুধা

শুনতে পাচ্ছি
বুলবুলির ঠোক্কর
তেমনই বজ্রনিনাদ

আসলে অপরিহার্যের তালিকায় বাজি সবার উপরে
তাই দুই শব্দ মিশে যাচ্ছে একে অপরের সাথে