অপার গ্রহণে ঢেকে গেছে(25-04-2020)
রণজিৎ মাইতি
-------------
আহা কতোদিন দেখিনি মর্ত্যের চাঁদ!
ভীড় গলির মুখে খেলছে ক্রিকেট  
কিংবা চু-কিত-কিত

দেখিনি,ধুলো মেখে,কাদামাটি মেখে ঘাসের উপর ঘুমিয়ে পড়ছে
ফুলের সাথে খেলতে খেলতে ফুল হয়ে গেছে
কিংবা তার নিষ্পাপ মুখে লেগে আছে সুবোধ গোপালের মতো চুরির ননী

জেনো,চাঁদ লুকোলে মুখ পৃথিবীর ঘোর দুর্দিন
অন্ধকার কখনো কি সুখের বার্তা বয়ে আনে ?
স্রোতহীন নদী ও ঘোর অমানিশা পৃথিবীকে করছে আড়াল

তাই,আজ অপার গ্রহণে ঢেকে গেছে পূর্ণিমার অপরূপা চাঁদ!
আজানুলম্বিত হাত বাড়াবার মতো অনুকূল আবহও নেই মন-মরুদ্যানে!