অনুকথা1
রণজিৎ মাইতি
-------------
জাগছি আমি জাগছো তুমি
জাগছে কোজাগরী;
চাঁদের সাথে জাগছে দেখো
উর্বশী শর্বরী।।
জাগরণের পালে হাওয়া
তাই তো আজও দখিন বাওয়া
ভাসিয়ে দিলাম যমুনা মন চলুক আসা যাওয়া
আমি সপ্তসিন্ধু ঠিক পেরোবো ভুলেই নাওয়া খাওয়া!
অনুকথা2
---------
আগুন নিয়ে খেলছো যখন পুড়তে পারে হাত;
ভালোবাসায় হয়না কথা একটাইতো বাত।।
ব্যথা যখন পাহাড় প্রমাণ,প্রেম ও আগুন সমান সমান
উদাস মনে গাইতে থাকো ব্যথার হরিনাম
মিলতে পারে উপশম ও প্রেমের পরিণাম ।।