অন্তর্লীন হতে পারি হিমালয় হলে
রণজিৎ মাইতি
-------------

যারা টেপ দিয়ে মানুষের উচ্চতা মাপেন
তাদের অন্তর্লীন হতে বলি।
দেখেছি পাঁচ গ্রামের মধ্যে সবচেয়ে দীর্ঘ পড়শী হরেন বাউরিকে,
পাড়ার কচিকাঁচা থেকে মধ্যবয়সী সবাই তাকে তালগাছ বলতো।
দীর্ঘ মানুষটি নদী-নালা,খাল-বিলে মাছ
ও অপরের বাগানের কলটা-মুলোটা চুরি করে দিব্যি সংসার চালাতো।
তেমনি ধরা পড়লেও জুটে যেতো উত্তম-মধ্যম,
রাস্তায় বেরোলে শিশুরাও তুলতো 'চোর চোর' ধ্বনি।
লম্বা তাল বৃক্ষের উঁচু মাথাট তখন মিশে যেতো মাটিতে!

তাই যারা টেপ দিয়ে মানুষের উচ্চতা মাপেন
তাদের অন্তর্লীন হতে বলি;
দেখেছি আপাত বেঁটে মানুষের মাথাও ছাড়িয়ে যেতে পারে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ!