আন্তরিক
রণজিৎ মাইতি
--------------------
যেমন ইচ্ছে হলে শূন্যে ভাসতে পারি;
তেমনি রাখতে পারি মাটির উপর পা।
আসল কথা,ইচ্ছে তোমার কতোটা আন্তরিক;
সেটাই আসল,ইচ্ছে তোমায় পথ দেখাবে সঠিক।

যার ইচ্ছেশক্তি যতো শক্তিশালী;
সেই বৃক্ষ ততোই মহাবলী।
যখন ইচ্ছেঘোড়ার লাগাম নিজের হাতে;
রাতবিরেতেও সকাল নামে,রাত ফেরেনা তাতে।

(15-01-22)