অন্ন চিন্তা থেকে অন্য চিন্তা
রণজিৎ মাইতি
--------------
মাঝে মাঝে নিজেকে ঈশ্বর ভেবে ফেলি;
ঈশ্বর ভাবলে কি হয়?
ঈশ্বর ভাবলে--
ভেতরে ভেতরে তীব্র হয় পূজার স্পৃহা ।
সবাই নতমস্তকে নিবেদন করবে নৈবেদ্য,
আমিই একমাত্র,দর্শন ইন্দ্রিয় দিয়ে গপাগপ গপাগপ --
এছাড়া তখন আমার কোনও কাজ থাকবে না।
রমন ও বমন এতোটাই ব্যক্তিকেন্দ্রিক
সেসব নিয়ে কেউই ঘামাবে না উর্বর মাথা।
ব্রহ্মাণ্ড ধারণ করে আমিই তখন ব্রহ্ম,
খণ্ড ধারণ করে আমিই অখণ্ড।
তাই মাঝে মাঝে নিজেকে ঈশ্বর ভেবে ফেলি।
একবার ছলেবলে কৌশলে এই মহা মর্ত্যধামে যিনি ঈশ্বর হয়ে যান
তাহার চোদ্দ পুরুষেরই থাকেনা-
অন্ন চিন্তা
ও
শ্বাস-প্রশ্বাসের ভয়।