অনেক কথাই বলা যায়(12-07-2020)
রণজিৎ মাইতি
-------------
তোমাকে অনেক কথাই বলা যায়
কিন্তু বলিনা

যখন বৃষ্টি কথা কয় রিমঝিম সুরে
হাওয়া শনশন ও আকাশ জুড়ে রামধনু কথা!
তখন কোনও কথাই বলার দরকার পড়েনা

আসলে ভালোবাসা কথা নয়,সুর ভালোবাসে
সুবাস,আবাস

উফঃ যার চেতনা চৈতন্য জুড়েও বয়ে যায় জল কলকল
মাতলা নদীর মতো সুর ভালোবেসে

তাকে কি ভাসাভাসা ধারাভাষ্যে সম্ভব বাঁধা !
কখনও সম্ভব গুর্জরী ময়ূখ দেখানো ?