অন্ধ হলে মন্দ কি!
রণজিৎ মাইতি
-------------
মনে হয় এক্কেবারে দেখতে না পেলেই ভালো;
কিংবা বধির হলে ক্ষতি কি হতো?

ফুল তো অনায়াস বিলিয়ে যায় তার অপার লাবণ্য।
হয়তো দেখতে ও শুনতে পায়না বলেই সাজাতে পেরেছে তার নিজস্ব পসরা;
রূপের ডালি নিয়ে এসেছে এই প্রকৃতির কোলো।
দেখেছি ইন্দ্রিয়ের কারণে কতো মুনি ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে!
ভেসে গেছে কতো গুণী রিপুর স্রোতে।

এখন এতো বিকট শব্দ চারপাশে,
এখন এতো বেশি দৃশ্যদূষণ,
মনে হয় দেখতে না পেলেই ভালো হতো।
শুনতে না পেলেও হতো কি তেমন কোনও ক্ষতি?

দেখো,উইঢিপির অন্তরালে জন্ম নেয় প্রকৃত সাধক।