আনন্দাশ্রু(14-09-21)
রণজিৎ মাইতি
--------------------
মাঝরাতে বৃষ্টির শব্দ শুনলে মনে হয়- মা আমার একান্তে অঝোরে কাঁদছেন;
এমন কান্না কি কখনও কাউকে কাঁদতে দেখেছি?
কিভাবে আনন্দাশ্রু দিয়ে ঢেকে দেন বিশ্ব চরাচর।

পাহাড়ে বাঁধভাঙা বৃষ্টি দেখেছি মাঝরাতে;
নৈঃশব্দ্যের অন্তরালে কি একান্ত গভীর তার ক্ষত!
দেখেছি সাগরের লোনাজল কিভাবে বেড়ে যায় মায়ের কান্নায়
সমভূমি,নদী-নালা----  
শ্রাবণধারায় কতোটা উর্বর কৃষিখেত।
কিভাবে পুষ্ট হয় ধানের দুধ,
কিংবা গহীন অরণ্যের তমসানিবিড় বৃষ্টিউপকথা।

অথচ মা তা জানতেও পারেন না,
অথবা জানাতে চান না তাই বেছে নেয়  মধ্যনিশুতি।

আসলে নীরবে মা যতোই কাঁদেন সন্তান ততো ধনী হয়;
আশ্চর্য,তখন রাস্তার নেড়ি কুকুরগুলোও বড্ড শান্ত হয়ে যায়!
শ্রান্ত হয়ে যায় ঝিঁঝিঁপোকা ও বৃষ্টিমুখর রাত নিজে একা একা।