অমোঘ কথা
রণজিৎ মাইতি
-------------
ন্যাকা ন্যাকা কথা আমার একদমই ভালো লাগেনা;
অথচ বর্ষারকথা শুনতে ভীষণ ভালো লাগে;তেমনি রোদেরকথাও
শিশুরা যখন খলবল করে হেসে ওঠে-
মনে হয় সকালের ওই মিষ্টি রোদে উদোম ভিজি;
ভালো লাগে পাতার মর্মরধ্বনি,ঝড় ও আগুনের কথা।
দারুন উৎসাহিত হই হালকা আঁচে বেলুনের মতো দপ্ করে ফোলা রুটির গন্ধে;
তখন মনে হয় গন্ধও তো আসলে রূপেরই মতো কথা।
যেমন অবন ঠাকুর রূপটানে কথা বলতেন।
কিন্তু গন্ধ ও রূপের অতীত ন্যাকা ন্যাকা কথা একদমই ভালো লাগেনা;
যখন কেউ বলে,'তোমায় ছাড়া আমি বাঁচবোনা গো।'
হয়তো সে কখনো বোঝেনি ভাত ও রুটির অভাব;
জীবন কতোটা বিপন্ন হয় রোদ,জল,ঝড়,হাওয়া ও ধোঁয়ার অভাবে।
(22-06-21)