আমিও কি অনিবার্য (05-07-2020)
রণজিৎ মাইতি
-------------
জানো,তোমাকে যে কৃষ্ণচূড়াটির কথা বলেছিলাম
-সেই গাছটি এখন ঠিক কৃষ্ণচূড়া নয়;
থাকার কথাও ছিলোনা!

'সময়' নিজেই তো দুদণ্ড দাঁড়াতে জানেনা!
ঠিক তোমার মতো,পায়ের তলায় তারও সর্ষে আজও !

আমিও কি অনিবার্য,অনড় ভারত
নীপবিথী তলে বসে বাজাই বাঁশরী ?