আমি আজও সেই জল (12-06-2020)
রণজিৎ মাইতি
-------------
সময় দিতে পারিনি বলে সংসারে আমার দাম কানাকড়িও নয়;
সেই আমি,তোমার কাছে মহামূল্যবান;
কি আশ্চর্য,তুমি দেখতেও পাও অদ্ভুত হীরকদ্যুতি !

কে বিচিত্র ? এই ভবসংসার না আমি ?
সদ্য মাটি ফুঁড়ে ওঠা বাঁশ কোঁড়াটির দিকে তিন জোড়া চকচকে চোখের দৃষ্টি ভাবগত ভাবেও ভিন্ন;
ঠিক যেভাবে আমার দিকে তুমি ও সংসার তাকাও

আসলে বাজারে যতোই আকাল,ততোটাই তরতর পণ্যের দাম।
যেমন তোমার কাছে আমি চাঁদ,কারণ তুমি আজও যোজন দূরের পৃথিবী;
সংসারের কাছে আমি পৃথিবী,তাই নিজেকে চাঁদ ভেবেছে সংসার!

যদিও আমি আজও সেই জল,স্বভাবে তরল;
মূল্যে তরলমতি,যার জীবনপাত্রে ভরা ঐ কিঞ্চিত দম্বল!