আমি এবং চন্দ্রানী পার্লস
রণজিৎ মাইতি
-------------
এখন স্নিগ্ধ জ্যোৎস্নার কথা কেউ বলে না,
কিংবা সকালের সোনাঝরা রোদের বিষ্ময়।
গনগনে আঁচে পোড়া যে শ্রমিকটি কাঠকয়লা হয়ে গেছে
সে আমার পড়শি
রিকশোয় বধির মানুষ টানতে টানতে যার হৃদয় পাথর হয়ে গেছে
সেও আমার পড়শি
তাদের দিকে কেউ ফিরেও তাকায় না।
কারণ মানুষের চোখ এখন সেলুলয়েডের পর্দায়
তার মানে মানুষ কি এখন কথা বলে না!
বলে,যেটুকু বলে তাতে কেবল 'আমি' এবং 'চন্দ্রানী পার্লস'।