অমর নেতাজি
রণজিৎ মাইতি
(23-01-22)
-------------
কাঁদতে কাঁদতে কেউ ঘুমাতে পারে না;
কাঁদতে কাঁদতে কেউ মরতে পারে না!
ঘুম পেলে যাদের মাথায় স্বপ্ন ভিড় করে...
নেতাজি তাদের একজন;
ভেসে ওঠে কুয়াশাচ্ছন্ন ভারতবর্ষের মুখ,
কুয়াশাচ্ছন্ন মায়ের মুখ!
তখন নেতাজি ঘুমাতে পারেনা।
স্বপ্ন যাদের ঘুম কেড়ে নেয়...
নেতাজি তাদের একজন;
স্বপ্নের ভেতর দেখেন দুঃখী দেশমাতৃকার মুখ।
দুঃখী মায়ের সাথে সাথে কেঁদে ওঠেন ছেলেও;
কাঁদতে কাঁদতে কেউ ঘুমাতে পারে না,
কাঁদতে কাঁদতে কেউ মরতে পারে না!