আমার কোনো দেশ নেই
রণজিৎ মাইতি
--------------------
আমার কোনো দেশ নেই;
না ভারত,না ভিয়েতনাম,না ভেনেজুয়েলা
এশিয়া,ইউরোপ,আমেরিকাও... নেই!
আমার কোনো আকাশ নেই,
না আছে বাতাস,না আছে বাতপতাকা
সবচেয়ে আশ্চর্য,আমার কোনো আগুনও নেই
এবং না আছে নির্বাপনের জল!
হাঘরে হাভাতের কখনও কি দেশ থাকতে পারে ?
যে নাবিক শৈশবে হারিয়ে ফেলে নৌ-কম্পাস
তার কি থাকতে পারে নিজস্ব ভূগোল ?