আমাদের ছবি ঠিক আমাদের মতো নয়(12-03-21)
রণজিৎ মাইতি
-------------
আমাদের ছবি ঠিক আমাদের মতো নয়;
আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় বিকিনি পরা ছবিটার কে প্রকৃত স্বত্বাধিকারী !

ফিল্ট্রেসান প্রসেসও এতোটাই উন্নত মুহূর্তে বদলে যায় মানুষের রঙ;
তখন কে যে আসল বহুরূপী চেনা ভারি মুশকিল

কারণ আমাদের ছবি ঠিক আমাদের মতো নয়;
আমাদের ছায়াও আমাদেরই চিনতে পারে না।
তবুও অন্তর্জলী যাত্রার আগে তার কোনও অন্তরদাহ নেই!!