আলোঘর
রণজিৎ মাইতি
--------------------
'ঘরটি আমার বড্ড ছোটো
বাস করা মুশকিল'
শুনে শালিক মুচকি হাসে
কাক হাসে খিলখিল।

ঘরের আবার ছোট্ট কি ভাই
আকাশ বড়ো কর
প্রেমের তারা ফুটলে ঘরে
সেটাই আসল ঘর।।

অট্টালিকায় বাস করেও
কাঁদেন বটের পাখি
আমি তো কাক তুচ্ছ অতি
প্রেমের আলোয় থাকি।।

(25-11-21)