আলোছাদ (08-06-2020)
রণজিৎ মাইতি
-------------
বলতেই পারি,একটু হাতটা ধরো
ছুঁয়ে দাও আমার বুড়ো আঙুল কিংবা কাঁধ
চোখে চোখ মিলিয়ে তাপনমাত্রা মেপে নাও
হিমাঙ্ক-গলনাঙ্ক কতোটা অথবা স্ফুটনাঙ্ক সহনীয় কিনা

আবেদনে কখনও কোনও অন্যায় নেই;
যে কেউ বলতে পারেন,---
'হে ফুল,তুমি অপূর্ব রূপসী।হে নদী,তুমি পূর্ণযৌবনা।হে আকাশ,তোমার গভীর চোখ অনন্ত ও নীল।কাছে এসো,ছুঁয়ে দাও প্লিজ'

অবশ্য আবদার বা প্রার্থনাও দাবি করে কিছু সহবৎ
ভদ্র মার্জিত রুচির কাছে মোম গলে যায়
জলও কিছু উষ্ণতা শুষে চরিত্রে সজল
যেনো,জলেরও থাকতে পারে ব্যথার আগুন

তাই না-বাচক,হাঁ-বাচক যেকোনো জবাবের জন্যে প্রস্তুতি জরুরী।
মন খারাপের আগে ওইটুকু আলোছাদই প্রকৃত পথের দিশারী।