আকাশের নাম যখন অভিমান
রণজিৎ মাইতি
------------
আসন্ন বর্ষার কথা ভেবে ফোটাতে চাইলাম কেলিকদম;
কিন্তু তা ফুটলো না,পেখম মেলে নাচলো না ময়ূরও!
প্রচণ্ড নিদাঘ এখন,আকাশও অভিমানী
মেঘ না জমলে,অন্তত দু-ফোঁটা বৃষ্টি না ঝরলে
কদমফুল ফোটে না কখনও
কেবল নীল অপরাজিতার মতো ফুটে থাকে অভিমানী আকাশ!
(16-04-22)