আকাশের জন্যে(18-07-2020)
রণজিৎ মাইতি
-------------
আকাশের জন্যে এক আকাশ আকাশ রেখেছি
তেমনই নীলের জন্যে নীল
হাওয়া তো নিজেই মাতাল
উথালপাথাল ঢেউয়ে ভেঙে দেয় পাড়
তুলনায় অনেকটাই নিরাপদ কোমল কুসুম
যার প্রতিটি রেণুর স্পর্শ রোমাঞ্চিত করে
মাটি-জল,এমনকি ময়ূখমালীকে
তাই আকাশের জন্যে রেখেছি এক আকাশ সুনীল আকাশ।।
নীলোর্মীর সাথে যার তাপ-উত্তাপ আছে,কোনও কালে সংঘাত নেই।।