আকাশ গভীর হলে(25-08-22)
রণজিৎ মাইতি
-------------
আকাশ যতোই গভীর হয়,ততো শব্দহীন।
মুনি ঋষিদের মতো দাড়ি কতো দীর্ঘ হলো,চুল পাকলো কি পাকলো না
সেদিকে খেয়াল থাকেনা।

আকাশ যতো ঘন হয়,ততোই গভীর জলভার।
তার থৈ থৈ বুকে নেই ছলাৎ ছলাৎ,
যেমন উজ্বল তারাবিন্দু স্থিরপ্রজ্ঞ ঋষির মতো একান্তে ছড়ায় জোৎস্না।

আকাশ যতোই নিবিড় ততোই গভীর অশ্রুনীড়;
হাজারো আঘাতেও সেথা ধরে কো গো চিড়?