আজ আর কবিতা লিখবোনা(05-05-2020)
রণজিৎ মাইতি
-------------
আজ আর কবিতা লিখবোনা;
কবিতার পাতায় যারা মন্তব্য দিয়ে গেলো 'দারুন গল্প'
তাদের জন্যেই বরং দারুন দারুন গল্প ফাঁদবো
হয়তো শুনে আপনিও একটু মনপ্রাণ খুলে হাসবেন
কিংবা হতাশায় মুখ লুকোবেন বুকে
কিন্তু গল্প জীবন্ত হলে পাঠকের চাহিদা বেড়ে যায়
তাজা ফুলে যতোটা আকৃষ্ট হই,পচাবাসি ফুল কখনও কি টানে সেভাবে ?
সুতরাং অলকানন্দার জলে ফুটুক কুসুম,প্রেমের অমরাবতী ভরে যাক বর্ণাঢ্য সুবাসে
বুকও মন্দাকিনী,তার জল বড়ো টলোমলো
এখন নাহয় জলবাদ্য শুনতে শুনতে ছাড়িয়ে যাই তেপান্তর
ভুশুণ্ডির মাঠ
গড়ের মাঠে রেখে যাই কিছু আলোছায়া
আসলে গল্পের শুরু এবং শেষ আশ্চর্য মায়ায় ঘেরা
বিনিময়প্রথা ছাড়া মুখবইয়ে অন্য ধর্মের অস্তিত্বই নেই।
স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পদ এখানে অলীক!
অবশ্য প্রমাদ কোথায় নেই?কবিতা গল্প হলে কি এমন ক্ষতি?
যোতি চিহ্নে সেই তুমিই ভীষণ সুন্দর,তুমি নারী,ক্ষমা তোমার রক্তের গভীরে
ছড়াও শান্তিজল ক্লান্তিহীন সভ্যতার রথে,আঁকো স্বস্তিকচিহ্ন অভয়মুদ্রা
বরাভয় ছুঁয়ে থাক মুখমণ্ডল ঘিরে
এখনও ছিটেফোঁটা যেটুকু কাজল চোখে লেগে আছে জেনো ব্যতিক্রম;
সেকুলার মানুষ পাওয়া ব্রহ্মাণ্ডে আজও ভীষণ কঠিন!