আজ সকালে একটা কোকিল বসেছিলো
রণজিৎ মাইতি
--------------------
আমাদের সজনে গাছে আজ সকালে একটা কোকিল বসেছিলো,
শুধু শুধু বসেনি,মনের সুখে গানও গাইছিলো।
যেমন মাঝে মাঝে আমিও কোরাস গাই আমার প্রেমিকার সাথে।

কিন্তু আগামীকাল এই কোকিলটি আমাদের এই সজনে গাছে বসবে কিনা জানিনা,
যেমন জানিনা সজনে গাছের আয়ু,
কিংবা বিদগ্ধ শ্রোতা হিসেবে কতোদিন আমার অস্তিত্ব!

যদিও আমাদের সজনে গাছে আজ সক্কাল সক্কাল একটা কোকিল বসেছিলো,
শুধু শুধু বসেনি,মনের সুখে গানও গাইছিলো।