এ পথে এসো না (14-07-2020)
রণজিৎ মাইতি
-------------
কতোবার বলেছি এ পথে এসোনা;
মাড়িও না ছায়া
সব পথ সবার জন্যে নয়
গর্ভ নিয়ে গর্ব হলেও গর্ভগৃহ ঘোর অন্ধকার
তুমি নাছোড়,নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে লেখো অন্যনিষাদ
সৃষ্টির আদিভূমিও চায় আত্মবলিদান
তাই,একলব্য হতে এসো না এ পথে
গুরুমারাবিদ্যা কখনও কখনও গুরুকেই ভয়ঙ্কর করে !
যেখানে বলিদানের অর্থ বিষাদসিন্ধু নয়,মৃত্যু নামান্তর