এ দেশ পঙ্গুর দেশ
রণজিৎ মাইতি
-------------

এ দেশ পঙ্গুর দেশ;
এই দেশ বিকলাঙ্গের,জড়ভরতের দেশ!

আমার সমস্ত কাজ যেমন আমার বশের আদেশে,
তেমনি আমার বশের কাজ-কারবার তাঁর বশের নির্দেশে।
নাওয়া-খাওয়া,ঘুম,রমণ,বমন থেকে প্রাত্যহিকী।
যে সৌরমণ্ডলের কেন্দ্রে একটাই সূর্য,
বাদবাকি সবাই জলজ,আজ্ঞাবহ হয়ে করেন দেশোদ্ধার!

এ দেশ পঙ্গুর দেশ;
এই দেশ বিকলাঙ্গের,জড়ভরতের দেশ!