এই বাংলায় আর কবিগুরু জন্ম নেবে না!
রণজিৎ মাইতি
--------------------

এই বাংলায় আর কবিগুরু জন্ম নেবে না;
আপনার বাড়িতে যদি রবি ঠাকুর জন্ম নেয়
আপনি কি তা মেনে নেবেন!
আপনার ছেলেকে আপনি ডাক্তার করবেন,
ইঞ্জিনিয়ার করবেন,
মাল্টিনেশানেল কম্পানির সিইও করবেন,

কিন্তু কক্ষণো রবিঠাকুর করবেন না!

স্বর্গে ওঠার সিঁড়ি কবিদের জন্যে নয়,
মার্কস জুকানবার্গ একটি সূর্যের নাম।
সুন্দর পিচাই একটি আধুনিক ধ্রবতারা।

এসব হতে গেলে-
অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়তে হয়;
তারা ট্যাক্ ট্যাক্ ইংরাজী বলবে,
বাবাকে বলবে ড্যাড,মা-কে বলবে মাম্মি,
বাদবাকি পৃথিবী তাদের চোখে আঙ্কেল ও আন্টি।
তারা গট্ গট্ করে হাঁটে,
যেনো ব্যস্ত পৃথিবীর ততোধীক ব্যস্ত যাত্রিক।
যারা রোবট হতে চায়,তারা কোন দুখে কবিগুরু হবে?

কবিদের কোনও উচ্চাকাঙ্খা নেই।