অগ্নিমান্দ্য (18-02-2020)
রণজিৎ মাইতি
-------------
অগ্নিমান্দ্য আসলে এক ভয়ংকর রোগ;
কর্কটও তুচ্ছ অতি,কেমোর অতীত এই কোমা।

মানতে নারাজ?
প্রবোধ সেও কি নয় মানিয়ে চলার ভিন্ন এক নাম?

অথচ জাতি আজও তাতেই কাহিল
দেশ আজ তেমনি ভুক্তভোগী।

তবুও বিলাপবসন্ত ছুঁয়ে আজও ফোটায় সেই মুগ্ধকুসুম!