আধুনিকতা(01-06-2020)
রণজিৎ মাইতি
-------------
যতো দূরত্ব বাড়ে ততোটাই আধুনিক হই
যতো আধুনিক হই ততোটাই দুর্বোধ্য হয়ে যাই

যদিও সম্পর্ক সুতোর মতো
ছিঁড়ে গেলে জোড়া দেওয়া ভার
জোড়াতালি দিয়ে কখনও কি এগোতে পারবে
উফঃ,হাড় হিম শীতলতা কাঁপুনি ধরায় !

তবু আধুনিকতার নামে দিই জয়োধ্বনি
সুরধ্বনি তুলে বলি আলট্রামডার্ণ
যদিও বুকের গভীরে ছন্দহীন লাব-ডুব চন্দনের গন্ধে আসক্ত
মাতোয়ারা সম্পর্কের উষ্ণ গুঞ্জরণে

এসবই জলছবি,যার জলতরঙ্গ জুড়ে করুন বিরহ
উষ্ণতার ডানায় চেপে আজও কিছু কিছু চোখ সুদূরে তাকিয়ে দীর্ঘ প্রতীক্ষায়
কাকে যেনো খোঁজে আরবার

বলো কেনো এই সন্ধানী চোখ ?
কেন বাতানুকূল বেডরুমে ব্রহ্মতালু দপ্ দপ্ করে ?
কেন ড্রয়িংরুম জুড়ে শ্মশানের হাহাকার শুনি !

হয়তো নীরবতার উত্তর নীরবতা দিয়ে খুঁজে নিতে হবে একদিন;
ঐকিক নিয়মে,নিয়ন আলোর তলে রৈখিক নিয়মে।