আধুনিক কথামালা
রণজিৎ মাইতি
-------------
কুকুরের ঘ্রাণশক্তি খুবই প্রখর;
জানে কার পা কিভাবে চাটলে অব্যর্থ বেডরুমে ঢোকার ছাড়পত্র।

প্রকৃত মনিবও চেনে স্বভাব কুকুর;
কেবল রসায়ন ঠিকঠাক হলেই
নেড়িও তরতর করে উঠে এভারেস্ট শৃঙ্গে।

এটাই জিরো থেকে হিরো হয়ে ওঠার জোলাপ-কাহিনী;
আধুনিক কথামালা !