আঁচল
রণজিৎ মাইতি
--------------------
একটা আঁচল ছেড়ে যাওয়ার আগে আর এক মায়া-আঁচলের দিকে ঝুঁকে যাই;
বিমূর্ত সেই শরীরেও মিশে থাকে 'মা',
মো মো গন্ধের নির্যাস।
বলো-'মা' যদি আলো হয়,মায়া তবে কেনো হবে জটিলা-কূটিলা!
তাই অন্ধকূপের ভেতর উৎসারিত আলোর সন্ধানে আঁচল হাতড়ায় আজও আদিম মানুষ।