অভয়ারণ্য
রণজিৎ মাইতি
---------------------
মানুষ বড্ড কুকুর ভালোবাসে;
কুকুর সহজেই পোষ মানে,প্রভুভক্ত।
বাঘ মানুষের গন্ধ পেলেই করে 'হালুম';
তাই বাঘে যতোটা ভয় আছে,ঠিক ততোটা ভালোবাসা কোনও কালে নেই।
পারদের এই ওঠা-নামায়-
কুকুরের স্থান বেডরুমে;
অথচ শক্তিমান রয়েল বেঙ্গল টাইগার পচে মরে সুন্দরবন নামক অভয়ারণ্যে।
মানব সভ্যতা তেমনই একটি অভয়ারণ্য,সুন্দরবন!!
(08-04-22)