অবতার(24-04-2020)
রণজিৎ মাইতি
-------------
মনে হয় কিছুই হারিয়ে যায়না;
ইতিহাস,তার সভ্যতা-সংস্কৃতি ও সুখ-দুঃখও।

পর্ব থেকে পর্বান্তরে যেতে যেতে শুরু হয় পুনরায় মুষলপর্ব!
যার আদি নেই,অন্তহীন
ধ্বংসেই ধ্বংস বিধ্বস্ত

তখন কৃষ্ণ দেবতা নয়,ছাপোষা রাখাল
বরং প্রতিটি তীক্ষ্ম শর অবতার রূপে করে আত্মপ্রকাশ
উফঃ,যার সুক্ষ সূচীমুখে ঝলকায় ধর্মের কথা !