আবারও(03-05-21)
রণজিৎ মাইতি
-------------
আবার দৈনন্দিন,আবারও রোজনামচার খাতায় আঁকিবুকি;
চোখগেলো পাখিটা আবারও চাতকের মতো দীর্ঘ প্রতীক্ষায়!

দাঁড়িয়ে থাকার মতো অবশিষ্ট শক্তি নেই বলে
থমকে থাকে 'জনগনমন',
বসে পড়ে পথের বাঁকে।

তবু ভিজেয়ে দেওয়ার মতো এক পশলা বৃষ্টি ঝরেনা;
এই কৈবল্যধাম ভাসিয়ে দেওয়ার মতো আসেনা হড়পা।
কেবল চারপাশে মেঘে মেঘে দরুদগমন ও শিখা লেলিহান!