অবাক হবো না
রণজিৎ মাইতি
--------------------

আজ থেকে একশো বছর পর কেউ যদি কবিতা না পড়ে...
আমি অন্ততঃ অবাক হবো না;
মানুষ যদি তখন সংখ্যা-সুন্দরীর রূপে মুগ্ধ হয়...
অন্ততঃ আমি বিষ্মিত হবো না।

তুমি কি পাতাল ফুঁড়ে এনে দিতে পারো এক গ্লাস ঠাণ্ডা পানীয়?
তুমি কি মাটির আত্মা চিনে ফলাতে পর সোনালী শষ্য?

যিনি বড়ো বড়ো মুখ করে বলেছিলেন...
এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন,-- তিনি স্বপ্নবিলাসী;
যিনি পৃথিবীকে সোনায় মুড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন
তিনিও জানেন...ওটা ছিলো কথার কথা!

আজকাল কথার কথায় কেউ বিশ্বাস করে না;
কল্পবিলাসীদের কথায়ও কেউ আস্থা রাখে না!
অবোধ শিশুও বোঝে জীবন ও ধানের-দুধে সম্পর্ক কতোটা আত্মীক,গভীর।

(28-01-22)