বিভাগঃ গদ্য কবিতা
তারিখঃ ০১/০৫/২০১৭ইং
পনেরই আগস্ট
-রানা চৌধুরী
উনিশ শো পঁচাত্তরের পনেরই আগস্ট,
বাংলার ইতিহাসে এক মর্মান্তিক রাত।
যে রাতে শহীদ হয়েছিল বাংলার শ্রেষ্ঠ পরিবার,
যার শ্রেষ্ঠ অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবর।
বাঙ্গালী আজো ভুলেনি সেই বেদনাময়ী রাতের কথা।
যখন সেই ছোট্র রাসেল বাবা বাবা বলে আর্তনাদ করেছিল,
চেয়েছিল গুলিবিদ্ধ মায়ের কোলে আশ্রয় নিতে।
কিন্তু নির্দয় পাষাণের দল দেয়নি তাকে যেতে,
ছোট্ট সেই বালকের কোমল শরীরকে করেছে ক্ষত বিক্ষত।
একে একে পরিবারের সকলকে হত্যা করেছিল ওই পাষণ্ডের দল,
শুধু বেঁচে আছে তাদের অতৃপ্ত আত্মার বাহক
হাসিনা ও রেহানা নামের দুই এতিম সন্তান।
হয়তো খোদাই তাদের বাঁচিয়ে রেখেছে
বংশের নিভা প্রদীপ জ্বালিয়ে রাখতে।
পরিবারের হত্যাকারীকে শাস্তি দিতেই হয়তো
বেঁচে আছে স্বজনহারা এতিম দুই বোন।