ওদের জন্য কিছু করো
-রানা চৌধুরী
**************
বাংলায় ওরা পথঘাটে ঘুরে বেড়ায় দিনরাত,
ক্ষুধা পেটে তবু এক মুঠো খেতে পায়না ভাত।
গতরে ওদের ছেড়া কাপড় ধুলোবালি ভরা,
জীবন ওদের হয়ে গেছে মুকুলেতে ঝরা।
ডাস্টবিনের নোংরা খাবার খেয়ে কাটায় কাল,
ভাবে যদি থাকতো ওদের গোলা ভরা চাল।
ধনীর দুলাল ও দুলালির দামি পোশাক দেখে,
অমন কেন নেইকো মোদের, কাঁদে মনের দুঃখে।
ভাবে ওরা সবার গতর ধবল বকের মতো,
মোদের গতর ভরা কেন ধুলো-ময়লা এতো?
ওদেরও তো ইচ্ছে জাগে পরতে দামি কাপড়,
কথায় কথায় কেন খাবে ধনীর চড় থাপড়?
সবার কাছে মিনতি আমার যারা আছেন ছোটবড়,
দয়া করে ওদের জন্য, তোমরা কিছু করো।