হয়েছি লিচুচোর
-রানা চৌধুরী
*********************
আমার বুকে দাগা দিয়া কারে দাও সুখ?
আমার হৃদয় শুন্য করে কার বা ভরাও বুক?
পুতুল খেলার দিনগুলো কী ভুলে গেছো নুরি?
তোমার জন্য কদম আলীর লিচু করতাম চুরি।
লিচু চুরি করতে গিয়ে খেয়েছিলাম ধরা,
কদম আলী মেরে আমায় করল যে আধমরা।
তখন তুমি আমার জন্য কেঁদেছ সারারাত,
খাবো না লিচু বলেছিলে মাথায় দিয়ে হাত।
সেই যে মালী কদম আলী মরে গেল তবু,
দশটি বছর যাবত তুমি লিচু খাওনি কভু।
হঠাৎ করে কী যে হলো আমায় গেলে ভুলে,
সাজালে খোপা অন্য কারোর দেয়া বেঁলীফুলে।
অন্য কারো স্বপ্ন দেখে নামে তোমার ভোর,
তোমার জন্য চুরি করে হয়েছি লিচুচোর।